অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে ক্রীড়া উপদেষ্টা
আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, নতুন বাংলাদেশ গড়তে আজকের যুব সমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। যখন কোন সময় দেশের যুব সমাজ একত্রিত হয় তখন কোনো বাধাই তাদের থামাতে পারেনা। তারা টেকসই, রিসাইক্লিন, কৃষি ও ডিজিটাল সহ অন্যান্য ক্ষেত্রে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করছে।
ট্রাইব্যুনালে উপদেষ্টা আসিফ
ট্রাইব্যুনালে দায়ীদের সর্বোচ্চ সাজা দাবি করে উপদেষ্টা আসিফ বলেন, জুলাই আন্দোলনে কোনো মাস্টারমাইন্ড ছিলো না; সবার মতামত নেওয়া হতো। বৃহস্পতিবার বিকেল ৩টার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে সাক্ষ্য দেন তিনি।
চানখারপুলে ৬ হত্যা
রাজধানীর চানখাঁরপুল এলাকায় ২০২৪ সালের আগস্টে ৬ জনকে গুলি করে হত্যাসহ সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
ডিবির বরাত দিয়ে ট্রাইব্যুনালে আসিফ
চানখারপুলের হতাহতের ঘটনা বর্ণনা করে তিনি বলেন, ওইদিন আমার সামনেই পুলিশের গুলিতে দুজন নিহত হন। পরে জানতে পারি, সেখানে ছয়জন আন্দোলনকারীকে গুলি করে হত্যা করা হয়। পুলিশ চাইনিজ রাইফেল ও শর্টগান ব্যবহার করে।